• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের চেতনানাশে এক পরিবারের ৫ জন হাসপাতালে


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৩, ৮:৪২ অপরাহ্ন / ৭৮
বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের চেতনানাশে এক পরিবারের ৫ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক,মোরেলগঞ্জঃ বাগেরহাটের মোরেলগঞ্জে খাবারের সাথে চেতনানাশক পদার্থ মিলিয়ে দেওয়ায় রাতের খাবার খেয়ে এক পরিবারের ৫ জনকে অজ্ঞান হয়ে পড়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের ইজিবাইক চালক আলাউদ্দিন ওরফে হৃদয় মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিবেশি ও স্বজেনরা আহতদের উদ্ধার করে রাত ১২ টার দিকে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

আহতরা হলেন, হৃদয় মোল্লা(৩৮), তার স্ত্রী শিরিন বেগম(৩২), মেয়ে ওশিমনি(১৫), ছেলে আরাফাত হোসেন(১০) ও শ্বাশুড়ি হাসিনা বেগমকে(৫৫) উদ্ধার করে

বাড়ির মালামাল লুটের উদ্দেশে অজ্ঞাত দুর্বৃত্তরা খাবারের সাথে চেতনানাশক পদার্থ মিশিয়ে রেখেছে বলে দাবি করেছেন আহতদের স্বজনেরা।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।