
নিজস্ব প্রতিবেদক, মোরেলগঞ্জ, বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বদলি উপলক্ষে বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে খাদ্য গুদাম মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক বাগেরহাট তাহসিনুল হক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি খুলনা বিভাগ সহ-সভাপতি মনিরুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোরেলগঞ্জ মো. নাসির উদ্দিন, খাদ্য পরিদর্শক ফকিরহাট অচীন কুমার, ভারপ্রাপ্ত কর্মকর্তা বাগেরহাট সঞ্জয় বিশ্বাস, নবাগত ভারপ্রাপ্ত খাদ্যগুনাম কর্মকর্তা টোকন ভৌমিক, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, সাধারণ সম্পাদক বাগেরহাট জেলা মিল মালিক সমিতি সর্দর সাইদুর রহমান ও প্রমুখ।
বক্তারা বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্ত মো. রফিকুল ইসলামের মোরেলগঞ্জ খাদ্য গুদামে সাড়ে ৩ বছরের কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন আগামিতে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্ত টোকন বিশ্বাসের কাছ থেকে আরো ভালকিছু পাবেন বলে আশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :