
কলি আক্তার,মোরেলগঞ্জ,বাগেরহাটঃ আগামী ১১ ফেব্রয়ারি কেন্দ্র ঘোষিত শান্তি সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন এমপি।
সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা এইচ এম মাহমুদ আলী, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম প্রমুখ।
সভায় এ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি বলেন, ১১ ফেব্রয়ারি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। সারাদেশে পদযাত্রার নামে বিএনপির নৈরাজ্যর প্রতিবাদে জনগনের জানমাল রক্ষার্থে প্রতিটি আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশে মাঠে থাকবে। সভায় উপজেলা কমিটির সদস্যগণ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও ইউপি চেয়ারম্যানবৃন্দ অংশ গ্রহন করেন।
আপনার মতামত লিখুন :