
কলি আক্তার,মোড়েলগঞ্জ,বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধের বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকেরা। বুধবার বিকেল ৪ টার দিকে পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুস ছত্তার শেখ (৮৫) ও তার স্ত্রী আকলিমা বগমকে(৭৩) মারপিট করে তাদের প্রতিবেশিরা। আহত দম্পতিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় প্রতিবেশি মো. বাদশা শেখসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আকলিমা বেগম।অপর দিকে পাল্টা হামলার অভিযোগ তুলে হাসপাতালে ভর্তি হয়েছেন বাদশা শেখ।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :