নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটঃ বাগেরহাটের মোড়েলগঞ্জের দৈবঞ্জহাটীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় দিবসটি উপলক্ষে দৈবঞ্জহাটী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও চ্যানেল আই এর বাগেরহাট জেলা প্রতিনিধি অধ্যাপক মাহফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শাহী আলম বাচ্চু, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, বাগেরহাট জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজু, দৈবঞ্জহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কিছুর রহমান খোকন, ৫ নং রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আলিম হাওলাদার, বাগেরহাট জেলা শ্রমিক লীগের যুগ্ন সম্পাদক শেখ সরোয়ার হোসেন, দৈবঞ্জহাটী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ ফারুক আহমেদ, দৈবঞ্জহাটী ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত সদস্য কারিমা সুলতানা, সাবেক বাগররহাট জেলা সৈনিক লীগের সদস্য মোহাম্মদ জাফর আলী খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আকন হাবিবুর রহমান।
সভায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছেন। তিনি বেঁচে থাকলে অনেক আগেই দেশ পৌঁছে যেত সমৃদ্ধ বাংলাদেশের কাঙ্ক্ষিত গন্তব্যে। বাংলাদেশ হতো সোনার বাংলা। আততায়ীরা বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের স্বাধীন জাতি সত্তাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু এ দেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রেখেছে। তাই বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ হয়ে উঠছে সোনার বাংলা।