নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) কে এখন লাভ জনক প্রতিষ্ঠানে রুপ দান করেছে বর্তমান চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব)। বিআরটিসি’কে ২০২১ সালের পূর্বে সাধারণ জনগণ ভঙ্গুর ও দুর্নীতিগ্রস্থ একটি প্রতিষ্ঠান মনে করতেন। এখন সেই প্রতিষ্ঠানের সাথে অনেক সরকারী-বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠান বিআরটিসির সেবা নিতে আগ্রহ প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় বিআরটিসি ও চসিক এর মধ্যে চসিকের বর্জ্যের কাজে ব্যবহৃত গাড়ি মেরামত সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তি পত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন ড. অনুপম সাহা, পরিচালক (অর্থ ও হিসাব) ও চসিকের পক্ষে স্বাক্ষর করেন শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, চসিক। চুক্তি অনুযায়ী চসিক এর বর্জ্য ব্যবস্থাপনা কাজে ব্যবহৃত গাড়ি গুলো মেরামত করবে বিআরটিসি। প্রাথমিক ভাবে চুক্তির আওতায় ১৫৭টি গাড়ি বিআরটিসি মেরামত করবে। পরবর্তীতে চসিকের ৬০১টি গাড়ির সবই বিআরটিসি মেরামত করবে বলে জানিয়েছে বিআরটিসির মিডিয়া বিভাগ।
বিআরটিসির প্রধান কার্যালয় থেকে গণমাধ্যমকে দেয়া এক বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বিআরটিসির এই সেবার মাধ্যমে চসিকের গাড়িগুলো উন্নতমানের সেবা পাবে যা চসিকের সেবার মান আরো গতিশীল হবে। বিআরটিসি সর্বদাই উন্নত ও জনবান্ধব সেবা প্রদানে বদ্ধপরিকর।
আপনার মতামত লিখুন :