• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান


প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৩, ১১:৪৮ অপরাহ্ন / ৯৩
বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

শাহনাজ বেগম, মুন্সিগঞ্জঃ বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিলকিস সুলতানা বেবি’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মহিলা পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার কার্যালয়ে সাংগঠনিক সম্পাদক বিলকিস সুলতানা বেবি’র স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয।

স্মরণ সভায় ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের উপদেষ্টা খালেদা খানম, রাজিয়া বেগম, সভাপতি এডঃ নাছিমা আক্তার, সহ-সভাপতি সেলিনা খানম, হামিদা খাতুন, সাহানারা বেগম সাধারণ সম্পাদক সালমা আক্তারসহ সম্পাদক নাজমা আক্তার ময়না সাংগঠনিক সম্পাদক নাসরিন জাহান সাকি, প্রশিক্ষণ সম্পাদক রাজকুমারী মুখার্জি, লিগ্যাল এইড সম্পাদক এডঃ বিউটি আক্তার, আন্দোলন সম্পাদক ফরিদা পারভীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজেদা আক্তার টগর, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাহফুজা আক্তার মিঠু, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদা বেগমসহ বিভিন্ন উপকমিটির সদস্যবৃন্দ।

অর্থ সম্পাদক সাদিয়া জামান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন ফ্রান্স থেকে আগত সাবেক সাধারণ সম্পাদক তানিয়া ইসলাম বেবি।