
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ চলচ্চিত্রের সেন্সর বোর্ডের ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সহ-সভাপতিকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া পদাধিকার বলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ( বিএফডিসি)’র ব্যবস্থাপনা পরিচালক নুজাত ইয়াসমিন (অতিরিক্ত সচিব), বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎকে কমিটির সদস্য করা হয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের অন্যান্য সদস্যরা হচ্ছেন, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা দেওয়ান নজরুল, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক অনুপম হায়াত, বিশিষ্ট অভিনেত্রী ও সাংবাদিক ফাল্গুনী হামিদ, এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু।
এই কমিটি আগামী ১৬ এপ্রিল থেকে কার্যকরী হবে বলে সরকারি এক প্রেস নোটে জানানো হয়।
আপনার মতামত লিখুন :