• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশ কৃষি ব‍্যাংক ১০০ দিনের বিশেষ কর্মসূচীতে রেমিট্যান্স গ্রহণকারীকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন / ৭৬
বাংলাদেশ কৃষি ব‍্যাংক ১০০ দিনের বিশেষ কর্মসূচীতে রেমিট্যান্স গ্রহণকারীকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ বৈধ পথে প্রবাসীদের আয় (রেমিট্যান্স) প্রেরণের উৎসাহিত করতে বাংলাদেশ কৃষি ব্যাংকের অভিনব উদ্যোগ বিভিন্ন ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে কর্মীদের উদ্বুদ্ধ করনের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক গত ২১.০৮.২০২৩ইং তারিখে ১০০ দিনের বিশেষ কর্মসূচি ২৩.০৮.২০২৩ থেকে ৩০,১১.২০২৩ ইং পর্যন্ত ঘোষণা করে।উক্ত কর্মসূচির অংশ হিসেবে বৈধ পথে প্রবাসীদের আয় (রেমিট্যান্স) প্রেরণে উৎসাহিত করতে গত ১৩ নভেম্বর বৈদেশিক রেমিট্যান্স গ্রহনকারীদের মধ্যে হতে প্রধান কার্যালয়ে লটারীর মাধ্যমে ১ম ধাপে ৬ জন ভাগ্যবান রেমিট্যান্স গ্রাহককে পুরষ্কারের জন্য নির্বাচন করা হয়। উক্ত লটারিতে বাংলাদেশ কৃষি ব্যাংক, নারায়ণগঞ্জ কর্পোরেট শাখার সম্মানিত রেমিট্যাপ গ্রাহক মাহফুজ হোসাইন ১ম পুরষ্কার হিসেবে (১৪ সিএফটির একটি রেফ্রিজারেটর) লাভ করেন। উক্ত পুরষ্কার গ্রাহকের হাতে তুলে দেওয়ার জন্য অদ্য মঙ্গলবার সকাল ১০ টায় শাখায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব‍্যাংক, ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আশরাফুজ্জামান খান উপস্থিত থেকে রেমিট্যান্স গ্রাহকের হাতে পুরষ্কার তুলে দেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব‍্যাংক, নারায়ণগঞ্জ মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ রাশিদুল ইসলাম।শাখার উপমহাব্যবস্থাপক জনাব এ. এইচ.এম কামরুজ্জামান অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন। র‍েমিট‍্যান্স গ্রাহকরা বলেন বাংলাদেশ কৃষি ব‍্যাংক নারায়ণগঞ্জ এমন একটি আয়োজন করায় আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।এবং আমরা পুরস্কার পেয়ে আনন্দিত।