• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ


প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন / ১৩৯
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ২০২৩ সালের বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করেছে। বৃহস্পতিবার মিরপুর ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে এ ফল ঘোষণা করা হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষা সচিব ও যুগান্তর স্বজন সমাবেশ বৃহত্তর মিরপুরের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান এলএম কামরুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম মোস্তফা জি এম, প্রতিষ্ঠাতা মহাসচিব জিএম জাহাঙ্গীর কবির রানা ,মহাসচিব জয়নুল আবেদীন জয়, সিনিয়র ভাইস চেয়ারম্যান নুরুন্নবী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মাজেদুর রহমান, ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ, রফিকুল ইসলাম, শহিদুর রহমান বাবু, শরফ উদ্দিন সোহরাওয়ার্দী , নজরুল ইসলাম,সিনিয়র যুগ্ম মহাসচিব এ এস এম তুহিন যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম রুনু সাংগঠনিক সচিব মুহাম্মদ আলমগীর হোসেন হেলাল অর্থসচিব মোহাম্মদ নাসিম সহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা।