• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

বাংলাদেশী পাসপোর্টে “ইসরায়েল ব্যতীত” শর্ত পুনর্বহাল


প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন / ২১
বাংলাদেশী পাসপোর্টে “ইসরায়েল ব্যতীত” শর্ত পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশী পাসপোর্টে “ইসরায়েল ব্যতীত” শর্ত পুনর্বহাল করা হয়েছে।

গত ০৭ এপ্রিল ২০২৫ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখা থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রেরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে স্বাক্ষর করেন বহিরাগমন-৪ শাখার উপসচিব নীলিমা আফরোজ।

চিঠিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশী পাসপোর্টে “ইসরায়েল ব্যতীত” শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।