• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

বহু সাধনায় ১৯ বছর পর জমজ তিন পুত্র সন্তানের জনক-জননী হলেন খুলনার পাইকগাছার এক দম্পতি 


প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৫, ৬:৪০ অপরাহ্ন / ২১
বহু সাধনায় ১৯ বছর পর জমজ তিন পুত্র সন্তানের জনক-জননী হলেন খুলনার পাইকগাছার এক দম্পতি 

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ বহু সাধনায় বিয়ের ১৯ বছর পর জমজ তিন সন্তানের জনক-জননী হলেন খুলনার পাইকগাছার গুরুদাস (৪৫) ও কাকলি (৩৭) দম্পতি।

উপজেলার লতা ইউনিয়নের শংকরদানা গ্রামের অনন্ত সরকারের ছেলে গুরুদাস সরকারের ২০০৬ সালের ফেব্রুয়ারী মাসে বিয়ে হয় একই উপজেলার বাঁকা-ভাবানীপুর গ্রামের কাকলি রানী সরকারের। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন কেটে গেছে ১৯টি বছর। এর মধ্যে হয়নি তাদের কোন সন্তানাদি। বাড়ীর প্রদীপ জ্বালতে সন্তানের মুখ দেখতে এতদিন যাবৎ বহু সাধনা করেছে পরিবারটি।

বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ডাক্তার, কবিরাজসহ বিভিন্ন ঝাড় ফুঁক দেখানো হয়েছে। অবশেষে ২০২৪ সালে স্ত্রীর গর্ভে সন্তান ধারণ করলে পরিবারটিতে খুশির বন্যা বয়ে আনে। এরপর পরিবারটি অপেক্ষা করতে থাকে সন্তানের মুখ দেখার জন্য। অবশেষে অপেক্ষার প্রহর কেটে শুক্রবার রাত ১ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিজার করা হলো কাকলিকে। এতেই একে একে বেরিয়ে আসলো তিনটি ফুটফুটে শিশু পুত্র সন্তান। একসাথে  তিনপুত্র সন্তানের জনক জননী হলেন গুরুদাস সরকার ও কাকলি সরকার দম্পতি।

জানা গেছে, বর্তমানে মা ও সন্তানেরা সুস্থ আছে। এ দিকে দম্পতির পিতৃকুল ও মাতৃকুলে দেখা দিয়েছে    আনন্দের বন্যা।

শিশুদের পিতা গুরুদাশ সরকার মুঠোফোনে জানান, মা ও শিশুরা এখনও হাসপতালে রয়েছে রোববার তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।