
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার প্রেরিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, হিসাববিজ্ঞান এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মো: জসিম উদ্দিন, আব্দুল বারী সজীব, ইস্রাফিল রাহাত রাফি ও রসায়ন বিভাগের কাজী আমান অভ্র।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংগঠিত হিসাব বিজ্ঞান এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও রসায়ন বিভাগের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। শৃঙ্খলা বোর্ডের ২ মার্চ তারিখের সভায় সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি যথাযথ ভাবে তদন্ত করা হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে এবং তদন্ত প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে প্রতিপালনের জন্য শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেগ শিক্ষার্থীদের সাময়িক ভাবে একাডেমিক বহিষ্কার করা হলো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামারুজ্জামান বলেন, অধিকতর তদন্ত করে এ ঘটনায় সংশ্লিষ্টতা যতজন পাওয়া যাবে, সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :