
খোরশেদ আলম,বেনাপোল,যশোরঃ ঐতিহ্যবাহী বেনাপোল ডিগ্রি কলেজের এইচ এস সি ব্যাচ-২০১১ কর্তৃক পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক আজীবন, এই শ্লোগানে ১৮/০২/২০২৩ ইং তারিখ রোজ শনিবার দিনব্যাপী নানা আয়োজনে বাহাদুরপুর মেদের মাঠে এইচ এস সি ব্যাচ-২০১১ বন্ধুদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ব্যাচের সমস্ত শিক্ষার্থীদের স্মৃতিচারণার পাশাপাশি বিভিন্ন পরিবেশনা, সাংস্কৃতিক পরিবেশনা সহ মধ্যাহ্নভোজ ও র্যাফল-ড্র অনুষ্ঠিত হয়।
বেনাপোল ডিগ্রী কলেজ এইচএসসি ব্যাচ-২০১১ আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ইবাদউল্লাহ ইবাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত এইচএসসি ব্যাচ- এর অন্যতম সার্কেল বন্ধু/সাংবাদিক সাইবুর রহমান সুমন।
আরো উপস্থিত ছিলেন বন্ধু পুনর্মিলনী আয়োজক কমিটির সিনিয়র সহ-সভাপতি রুবেল হোসেন, সহ-সভাপতি টিংকু খান, ইকবাল আমিন, জিহাদ, আজহারুল ইসলাম সহ বেনাপোল ডিগ্রি কলেজের এইচএসসি ব্যাচ-২০১১ এর সকল ছাত্রবৃন্দ।
এ সময় আয়োজক কমিটির সভাপতি, সাইবুর রহমান সুমন তার বক্তব্যে বলেন, বন্ধুদের প্রতি বন্ধুর সম্প্রতি বাড়ায় সন্মান, বাড়ে মায়া, তৈরি হয় বন্ধন, তারই দৃষ্টান্ত আজকের এই পূর্ণমিলনী অনুষ্ঠান। এসময় আরও বলেন, বন্ধুদের সম্প্রতির শিক্ষা নিতে বেনাপোল ডিগ্রি কলেজ ব্যাচ-২০১১ ছাত্রদের অনুসরণ করতে হবে বর্তমান সময়ের ছাত্র ছাত্রীদের।
এদিন পুনর্মিলনী অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা, হাঁড়িভাঙা প্রতিযোগিতা, মোরগ লড়াই, বেলুন খেলা ও ক্রেস বিতরণ ইত্যাদি। দুপুরে খাবারের আয়োজনের পাশাপাশি বিকালে র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। দিনভর খেলা ধুলা ও সঙ্গীত পরিবেশন সহ খাওয়া দাওয়ার মাধ্যমে শেষ হয় উক্ত বন্ধুদের পুনর্মিলনী অনুষ্ঠান।
আপনার মতামত লিখুন :