• ঢাকা
  • রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

বরিশালে রাস্তায় ফেলে রাখা গাছে আহত প্রধান শিক্ষক


প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৩, ৫:৩৭ অপরাহ্ন / ৭৫
বরিশালে রাস্তায় ফেলে রাখা গাছে আহত প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে সাকোকাঠি মন্দীর সংলগ্ন থেকে চন্দ্রহার বাজার পর্যন্ত সরকারি ( এলজিআরডি) সদ্য কোটি কোটি টাকা ব্যায় নির্মানাধীন রাস্হার দু-ধারে প্রতিদিন শতে শতে টন গাছ রেখে ট্রাক ভর্তি করে এক এলাকা থেকে অন্য এলাকায় বিকিকিনি করার কারনে যেমনি ভাবে রাস্হার দুরাবস্থা হচ্ছে তেমনি পথচারীদের যাতায়াতে দূর্ভোগ পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার বেলা ১টায় বরিশাল মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল থেকে ৩০ এপ্রিলের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার প্রয়োজনিয় কাগজ নিয়ে আসার পথে সাকোকাঠি মন্দীর সংলগ্ন রাস্হার দুধারে গাছ ভর্তি করে রাখায় রাস্হা সংকুচিত হওয়ায় মাহিন্দ্রে থাকা সাকোকাঠি গ্রামের সুকান্ত চেটারজী স্ত্রী সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কনিকা মুখারজী পরে গিয়ে গুরুতর আহত হয়ে সরিকলের সাকোকাঠির সততা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন।

ঈদুল ফিতরে দেশে ফেরা মানুষের দুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে অতি দ্রুত রাস্তার দুপাশের গাছ সরিয়ে নিয়ে সড়ক পরিস্কার করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্হানীয় ও সচেতন মহলের লোকজন।