নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ বরিশালে যৌতুকের দাবিতে স্বামীর অতর্কিত হামলার স্বীকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গৃহবধূ তানিয়া বেগম (২৫)। সোমবার বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচর গ্রামের সহিদুল শিকাদারের পুত্র তানিয়ার স্বামী যৌতুক লোভী সোহেল (৩৫) এমন ঘটনা ঘটিয়েছেন। তানিয়া বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের ফরিদ উদ্দিন খলিফার কন্যা।তাকে ১৪/১৫ বছর পূর্বে সোহেল শিকদারের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ দেন তানিয়ার বাবা মো: ফরিদ উদ্দিন খলিফা।
বিবাহের পরে তানিয়ার গর্ভে দুইটি সন্তান জন্ম নেয় এবং বেশ কিছু দিন স্বামীর সংসারে ভাল ভাবেই দিন কাটান তানিয়া। পরবর্তিতে তানিয়াকে তার বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ টাকা আনার জন্য চাপ প্রয়োগ করেন যৌতুক লোভী স্বামী সোহেল। অসহায় পিতা টাকা দিতে না পারায় প্রাই তানিয়াকে মারধর করতেন সোহেল। তারি ধারাবাহিকতায় সোমবার ১৩ মার্চ সকালে তানিয়াকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলেন স্বামী সোহেল। টাকা আনতে অপারকতা শিকার করলে তাকে জমিতে মাটি কাটতে পাঠান সোহেল। মাটি কাটতে না পারায় তানিয়াকে বেধরক মারধর করে শরীরের বিভিন্ন যায়গায় রক্তাক্ত যখম করেন যৌতুক লোভী স্বামী সোহেল।
তার ( সোহেল) অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে জীবন বাঁচাতে স্বামীর সংসার ছেরে পিত্রালয় আশ্রয় নিয়েছেন দুই সন্তানের মা তানিয়া। অসহায় পিতা কন্যার শারিরীক নির্যাতনের দুর অবস্থা দেখতে পেয়ে কন্যা তানিয়ার জীবন বাঁচাতে স্হানীয় হালিমা মান্নান ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করেন তাকে। তাই তানিয়ার পিতা যৌতুক লোভী স্বামীর শাস্তির দাবিতে প্রশাসনের সর্বচ্ছ হস্তক্ষেপ কামনা করছেন।