
নিজস্ব প্রতিবেদক, বানারীপাড়া, বরিশালঃ চতুর্থ পর্যায় উপজেলা পরিষদ নির্বাচনে জমা প্রদানকারী প্রর্থিদের মনোনয়নপত্র বাছাইের পর বৈধ হয়েছে বলে বানারীপাড়া উপজেলা ভারপ্রাপ্ত সহকারী নির্বাচন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম এ তথ্য জানান।রোববার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর সকল প্রার্থির মনোনয়নপত্র বৈধ হয়েছে। তিন জন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৪ বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট মোঃ মাওলাদ হোসেন সানা এবং মোহাম্মদ জিয়াউল হক মিন্টু। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী হলেন, মোঃ আজিজুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, বতর্মান ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, সাংবাদিক মোঃ রাহাদ হোসেন, মোঃ সুলতান সিকদার এবং শরীফ উদ্দীন আহমদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন, ঝুমু খানম, নাজনীন হক মিনু, নাজমিন জাহান পলি, বিলকিস ও সাবিনা ইয়াসমিন। এবারের উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনই প্রথম প্রার্থী হয়েছেন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ছাড়া বাকী ক’জন নতুন প্রার্থী হয়ছেন।
আপনার মতামত লিখুন :