
নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জঃ আয় বন্ধুরা ফিরে আয়, শৈশব কৈশোরের এই ঠিকানায়, আরেকটা দিন কাটুক না হয় সব ভুলের এই আঙ্গিনায়। এই শ্লোগানে বরিশালের গৌরনদী পূর্ব হোসেনাবাদ এস কে এম হাইস্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে
শুক্রবার মুন্সীগঞ্জের গজারিয়া মেঘনা রিসোর্ট হলিডে পার্কে ৪ তম আয়োজিত পিকনিক ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা সম্পর্কের সেতু বন্ধনের লক্ষ্যে সকলে একই রঙের টিশার্ট পরিধান করে ফটোসেশন করে। বিদ্যালয়ে পড়াকালীন স্মৃতিরোমাঞ্চ করেন হোসনাবাদ এস কে এম বিদ্যালয়ের প্রাক্তন শিকার্থীরা।
এছাড়া হোসেনাবাদ এস কে এম উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে সরকারের পাশাপাশি নিজেরাও সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় প্রাক্তন ছাত্র আনোয়ার হোসেন মামুনের সঞ্চলনায় ও পূর্ব হোসনাবাদ এস কে এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি সৈয়দ শাহআলমের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক পুলিশ কমকর্তা শফিকুল রহমান ফরহাদ, বিশিষ্ট ব্যবসায়ি সমাজ সেবক মো: জিয়াউর রহমান, এফসিজিএ হেড অফ ইন্টারট্রের্ক বাংলাদেশ মো: তৈমুর হাসান, সেলিম মাহামুদ, মোঃ লিটন, মোঃ নেসার উদ্দিন, মোঃ জসিমউদ্দিন, মোঃ হুমাইউন কবির, সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর, মেহেদি হাসান রুহেল, মোঃ হিরন, মোঃ রেজাউল, মোঃ শিপলু, মোঃ নিজাম, সাখাওয়াত, মামুন হাওলাদার সহ অনেকেই।
বক্তব্য শেষে শুরু হয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে শিশুদের জন্য বিনোদনে, প্রাক্তন ছাত্রদের ফুটবল টুনামেন্ট ও প্রাক্তন ছাত্রীর বালিশ খেলার আয়োজন করা হয়। পরে লটারির ড্র ঘোষণা করে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :