নিজস্ব প্রতিবেদক,বরিশালঃ বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসার দিনব্যাপি অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীর কুমার বাড়ৈ। অ্যাথলেটিকস প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আগৈলঝাড়া প্রেসকাব সভাপতি সরদার হারুন রানা। অ্যাথলেটিকস প্রতিযোগিতায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ২জন করে ছাত্র এবং ২জন করে ছাত্রীসহ মোট ১০জন শিক্ষার্থীসহ ৩২টি ইভেন্টে সর্বমোট মোট ৩২০জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহন কাঠী মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম,পয়সার হাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, একাডেমিক সুপার ভাইজার প্রাণকুমার ঘটক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাশ, উপজেলা ছাত্র লীগ সভাপতি মোঃ মিন্টু সেরনিয়াবাত, আইসিটি অফিসার মোঃ আমিনুল ইসলামসহ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগন,সরকারী কর্মকর্তাগন।