নিজস্ব প্রতিবেদক, বরগুনাঃ বরগুনার পাথরঘাটায় বিলের মধ্যের মুগডাল ক্ষেত থেকে হাবিবুর রহমান (৭২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ঘুটাবাছা এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। হাবিবুর রহমান একই এলাকার আলী আকবর কালুর ছেলে এবং তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রী।
হাবিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম ধলু বলেন, প্রতি দিনের মতো ইফতারের আগে বাড়ি থেকে মহল্লার মসজিদে যায় ইফতার করতে যান তার বাবা। ইফতার করে মাগরিবের নামাজও পড়েন। তারাবিহ নামাজের পর বাড়ি ফেরার কথা। কিন্তু সে আর বাড়ি ফিরেনি। পরে পার্শ্ববর্তী আমার বাড়ি থেকে পূর্ব দিকে বিলের মধ্যের একটি পুকুরের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, আমার বাবার কাছে কয়েকজন টাকা পেতো। কয়েকদিন ধরে তারা বাবার কাছে টাকা চায়। এর মধ্যে এক ব্যক্তি টাকার জন্য বেশি চাপ দেয়, না দিলে আমার ইজিবাইক নেয়ার হুমকি দেয়। আমাদের ধারনা এই কষ্টে আত্মহত্যা করতে পারে অথবা পাওনাদাররা মেরে ফেলতে পারে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে তার মৃত্যুর প্রকৃত কারণ কি।
আপনার মতামত লিখুন :