• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

বন্যার্তদের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে কোটালীপাড়ার মুক্তিযোদ্ধাদের চেক হস্তান্তর


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ন / ২৭
বন্যার্তদের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে কোটালীপাড়ার মুক্তিযোদ্ধাদের চেক হস্তান্তর

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ বন্যার্তদের সাহায্যার্থে হেমায়েত বাহিনীর উদ্যোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ১ লক্ষ ৪৫ হাজার টাকা জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে।

মঙ্গলবার (১ অক্টোবর) উল্লেখিত অর্থ ব্যাংকে জমা করার পর বিকালে উক্ত সহযোগিতার একখানা চেক উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের নিকট হস্তান্তর করেছেন মুক্তিযোদ্ধারা।

এসময় বীর মুক্তিযোদ্ধা – আতিয়ার রহমান মোল্লা, তৈয়াবুর রহমান সরদার, আবুল কালাম দাড়িয়া, আঃ মান্নান সেখ, মোদাচ্ছের হোসেন ঠাকুর, দুলালচন্দ্র বিশ্বাস, পরিমল বিশ্বাস, প্রভাত চন্দ্র রায়, আঃ রাজ্জাক, মনোরঞ্জন বিশ্বাস, মুক্তিযোদ্ধা প্রজন্ম – পলাশ সরদার, শাহ আলম মিয়া সহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।