• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

বন্ধুর সাথে দেখা করতে গিয়ে কক্সবাজারে ধর্ষণের শিকার এক শিক্ষার্থী


প্রকাশের সময় : জুন ৮, ২০২২, ৩:৩৩ অপরাহ্ন / ৩২৫
বন্ধুর সাথে দেখা করতে গিয়ে কক্সবাজারে ধর্ষণের শিকার এক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মালিবাগের সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।

গ্রেফতারকৃত দুইজন হলো, রুবেল (১৯) ও জিসানুল ইসলাম (২০)। তাদেরকে ঢাকার পাশ্ববর্তী এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর জানান, ধর্ষণের শিকার হওয়া ঐ শিক্ষার্থীর বন্ধু জিসান সিএমপির বায়োজিদ বোস্তামি থানা এলাকায় ফুলকলি মিষ্টির কারখানায় কাজ করতো। এক বছর ধরে ভিকটিম শিক্ষার্থীর সাথে ফেসবুকে পরিচয় তার। বন্ধু জিসানের আমন্ত্রণে ৩১মে ঐ শিক্ষার্থী তার বান্ধবীকে নিয়ে জিসানের সাথে দেখা করতে কক্সবাজারে যায়। কিন্তু জিসান দেখা না করে তাদের চট্টগ্রাম ফিরে যেতে বলে। তারা টমটমে করে বাসস্ট্যান্ডে যায় চট্টগ্রামে ফিরে যাওয়ার জন্য। তখন টমটম চালক রুবেল তাদের আশ্বস্ত করে যে, জিসান তার পরিচিত সে দেখা করিয়ে দিতে পারবে। পরে ভিকটিম শিক্ষার্থীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেফিরে কালক্ষেপণ করে হোটেল আলামিন নামের একটি হোটেলে তুলে দেয়। রাতে হোটেলে জিসানের পরিচয় দিয়ে প্রবেশ করে রুবেল। জোরপূর্বক শিক্ষার্থীকে ধর্ষণ করে পালিয়ে যায় সে। পরে শিক্ষার্থী বাসায় ফিরে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে এবং একটি সুসাইড নোট লিখে যায়।

এ ঘটনায় শিক্ষার্থীর বোন বাদী হয়ে রুবেল ও জিসানকে আসামি করে মামলা করে বায়োজিদ বোস্তামি থানায়।