কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ খ্রিষ্টীয় ধর্মের বড় উৎসব "বড়দিন" -২০২২ উপলক্ষে গোপালগঞ্জ সদর থানাসহ ৫ উপজেলায় স্থাপিত সকল গির্জায় ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন। বড়দিনের আগে এ শুভেচ্ছা উপহারগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট থানার আওতাধীন গীর্জার যাজক ও তাদের প্রতিনিধিদের নিকট পৌঁছে দেন।
এর আগে গত ২০ ডিসেম্বর খ্রিষ্ট্রান ধর্মাবলম্বীদের বড় উৎসব "বড়দিন" সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম -এর সম্মেলন কক্ষে জেলার সকল উপজেলায় বিদ্যমান গীর্জা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের যাজক ও গীর্জা-সংশ্লিষ্ট বিভিন্ন পদের খ্রিষ্টীয় ধর্মগুরু ও ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো.মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল শাহীনুর চৌধুরী, জেলার ডিআইও-১ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
এছাড়া বড়দিন উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম -এর সার্বিক তত্ত্বাবধানে, গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম -এর নেতৃত্বে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ প্রশাসনকে পুলিশি টহল বেশ জোরদার করতে দেখা গেছে।