• ঢাকা
  • শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৭:১৯ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি, প্রচন্ড তাপদাহে পুড়ছে সুন্দরবন


প্রকাশের সময় : মে ১১, ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ন / ৪৮
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি, প্রচন্ড তাপদাহে পুড়ছে সুন্দরবন

এস এম সাইফুল ইসলাম, বাগেরহাটঃ দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে রুপ নিয়েছে। এর ফলে মোংলা সমুদ্র বন্দরকে ১নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, বুধবার গভীর নিম্নচাপটি মোংলা সমুদ্র বন্দর থেকে ১৫৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছে। এটি আরো ঘনিভূত হয়ে ১১মে পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিমে দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের প্রভাবে তৎসংলগ্ন এলাকায় সাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে মোংলা বন্দরে ১নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হলেও বুধবার সকাল থেকে উপকূলীয় এ এলাকায় রৌদ্রজ্বল আবহাওয়া ও প্রচন্ড তাপপ্রবাহ বিরাজ করছে। গভীর নিম্নচাপের কোন প্রভাব পড়তে শুরু করেনি এখনও মোংলাতে। সাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হলেও মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় চলমান তাপপ্রবাহে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, আপাতত চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত দাবদাহ বয়ে যাবে। তবে কবে নাগাদ বৃষ্টি হতে পারে তাও নিশ্চিত জানাতে পারেননি তিনি।