কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ্য সরকার সহ সকল শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত এবং সকাল ১০টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়াও গোপালগঞ্জ জেলা প্রশাসন, পৌরসভা, জেলা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন, জেলা কারাগার, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ জেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু’সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, গোপালগঞ্জ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, জেল সুপার মো. আল মামুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, বীর মুক্তিযোদ্ধা এম বদরুদ্দোজা বদর, শিক্ষা সম্পাদক লতিফা জামাল চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খানম, ধর্ম বিষয়ক সম্পাদক রাজিউদ্দীন খান, জেলা আওয়ামী লীগের সদস্য রেশমা আক্তার হাসি ও উপ-প্রচার সম্পাদক চৌধুরী আশিকুর রহমান শিমুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।