নিজস্ব প্রতিবেদকঃ বুধবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গরীবদের মাঝে ঘরে ঘরে ত্রাণ বিতরণ করা হয়েছে।এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ডক্টর মুহাম্মদ জাফর ইকবাল সহ কেন্দ্রীয় কমিটির জনাব শহীদুল আলম আখন,জনাব কৃষিবিদ সুরুজ্জামান দেওয়ান,এডভোকেট ফারহানা ফেরদৌসী,ব্যরিষ্টার মেহেদী নেতৃবৃন্দ।
করোনা কালীন ক্রান্তিলগ্নে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন উক্ত সংগঠন এর সম্মানিত সদস্য বৃন্দ। সমগ্র বাংলাদেশের বিভিন্ন এলাকায় তাদের এই সাহায্য কার্য্যক্রম অব্যাহত রয়েছে বলে তারা জানান।