• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি-২০২৩ পেল মুন্সীগঞ্জের ৯জন কারাতে শিক্ষার্থী


প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৩, ৮:৫৬ অপরাহ্ন / ৫২
বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি-২০২৩ পেল মুন্সীগঞ্জের ৯জন কারাতে শিক্ষার্থী

শাহনাজ হীরা, মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জের কারাতে ফেডারেশনের নয় জন শিক্ষার্থী বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি – ২০২৩ পেয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি – ২০২৩ ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ নভেম্বর বিকাল ৩ ঘটিকায় জাতীয় ক্রীড়া পরিষদ শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মিলনায়তনে এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান ডক্টর মহিউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল, হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার কল্পনা কস্তা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে মুন্সীগঞ্জ কারাতে ফেডারেশনের ৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে চেক তুলে দেওয়া হয়।

বৃত্তিপ্রাপ্তরা হলেন মীর আল ওয়াসি, তামিম সরকার, আলিফ, জুবায়ের, রোমান, তাইফ, শাফিন, রাকিব। ।