
নিজস্ব প্রতিবেদক,পাবনাঃ পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে এই দেশকে স্বাধীন করেছেন। মহাকালের মহানায়ক,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সম্ভব ছিলো না । শনিবার দুপুরে সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে অনুষ্ঠিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু মানুষের প্রতি আস্থাশীল ছিলেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা দিয়েছেন। প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের কখনোই নিরাশ করেননি। এ সময় তিনি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার ও সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর প্রশাসক মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড উপজেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ সর্দার ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাই। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম লিটুর পরিচালনায় মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল জরিল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা এস এম সামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা ইমদাদ হোসেন, মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এবাদত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান জুয়েল ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :