• ঢাকা
  • রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিসৌধে “সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯৪৮-৭১)” শীর্ষক গ্রন্থ সংকলন টিম এর শ্রদ্ধা


প্রকাশের সময় : মে ১৩, ২০২২, ৮:০৮ অপরাহ্ন / ১৯৪
বঙ্গবন্ধুর সমাধিসৌধে “সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯৪৮-৭১)” শীর্ষক গ্রন্থ সংকলন টিম এর শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে “সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯৪৮-৭১)” শীর্ষক গ্রন্থ সংকলন টিমের সদস্যরা উক্ত টিমের নেতৃত্ব প্রদানকারী বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন (অব.) এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা শেখ মো.মোত্তাহিদুর রহমান শিরু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, উক্ত টিমের অন্যান্য সদস্য ও বাংলাদেশ পুলিশের এডিশনাল এসপি জুয়েল আমিন, উক্ত টিমের সদস্য এডিশনাল এসপি সৈয়দ শফিকুল ইসলাম, এএসপি মশিউর রহমান প্রমূখ।

পরে তারা বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।