• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা-১৮ আসনের এমপি আলহাজ্ব খসরু চৌধুরী


প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন / ৭৬
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা-১৮ আসনের এমপি আলহাজ্ব খসরু চৌধুরী

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা-১৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেতলি প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও নিপা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খসরু চৌধুরী।

মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার বড় ভাই মাদারীপুর জেলার রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিনের ব্যক্তিগত সহকারী বিপুল চন্দ্র রায় সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।