• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষের শ্রদ্ধা


প্রকাশের সময় : জুলাই ১, ২০২২, ১১:০৮ অপরাহ্ন / ১২৮
বঙ্গবন্ধুর সমাধিতে মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ বাবুল চক্রবর্তী।

আজ শুক্রবার দুপুর ১২ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ওরে বঙ্গবন্ধু ও তার পরিবারে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় তিনি বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ট্রেনিং) মোঃ মনির হোসেন, এ্যাডজুটেন্ট শাহ ইমরান, গোপালগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবুল কালাম সহ অন্যান্য কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক শিক্ষানবিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।