মাহবুবুর রহমান মুরাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যান (সচিব) মোঃ আব্দুস সবুর মন্ডল। শুক্রবার সকালে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।
এ সময়,উপ ভূমি সংস্কার কমিশনার মোঃ রেজাউল কবির , একান্ত সচিব ভূমি সংস্কার বোর্ড মোঃ ইকবাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :