• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে বাপাউবো’র নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা


প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৩, ৭:১১ অপরাহ্ন / ৬১
বঙ্গবন্ধুর সমাধিতে বাপাউবো’র নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম।

সোমবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফরসঙ্গী হিসেবে এসময় তার সহধর্মিনী ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি সকলকে নিয়ে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ, খুলনার প্রধান প্রকৌশলী মো. সফিউদ্দিন, ফরিদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি মাহফুজুর রহমান, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়ান আইনুল হক, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী পীযূষ কুন্ড, জনসংযোগ বিভাগের পরিচালক মোস্তফা খান, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক সহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে পানি উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত মহাপরিচালক এসএম শহিদুল ইসলাম বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।