• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সিএজি মো. নূরুল ইসলামের শ্রদ্ধা


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৩, ৪:৪১ অপরাহ্ন / ১৯১
বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সিএজি মো. নূরুল ইসলামের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের নবনিযুক্ত কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মো.নূরুল ইসলাম।

শনিবার সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা, মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় সিএজি কার্যালয় এবং অডিট এন্ড একাউন্টস বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগণ, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব সহ কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এর আগে সিএজি মো. নূরুল ইসলাম সার্কিট হাউসে পৌঁছালে সেখানে থাকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে তাকে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন।