• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে জার্মান আওয়ামী লীগের শ্রদ্ধা


প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৩, ৫:৩৭ অপরাহ্ন / ৮০
বঙ্গবন্ধুর সমাধিতে জার্মান আওয়ামী লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জার্মান আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান ও সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদদিতে পুষ্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সামাধি কমপ্লেক্স ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখেন। এ সময় জার্মান বাংলা প্রেসক্লাবের সাংবাদিক খান লিটন, জার্মান আওয়ামী লীগের সহ-সভাপতি নুরজাহান খান নূরী উপস্থিত ছিলেন।