• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শ্রদ্ধা নিবেদন 


প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৩, ৯:৪৯ অপরাহ্ন / ১২৩
বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শ্রদ্ধা নিবেদন 

নিজস্ব প্রতিবেদক, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ড. প্রশান্ত কুমার রায়।

বৃহস্পতিবার বিকেল ৪টায় টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফাতিহা পাঠ ও দুরুদ পাঠ শেষে ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের নিহত সকল সদস্য এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন ।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএম‌এসএফ) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম ডি মাহাবুবুর রহমান মুরাদ, আকাশ, আশিষ, পবিত্র বাবু, শেখা রানী, বাবু উপস্থিত ছিলেন। এরপর ড. প্রশান্ত কুমার রায় বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত ব‌ইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।