• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরগণের শ্রদ্ধা নিবেদন


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৩, ৯:০২ অপরাহ্ন / ১৯৫
বঙ্গবন্ধুর সমাধিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরগণের শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর কার্যালয়ের প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, সৈয়দ হায়দার আলী, সুলতান মাহমুদ সীমন, মো. মোখলেসুর রহমান ও রেজিস্টার মো. মেজবাহ উদ্দিন আহমেদ।

শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিয়ত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।