• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু’র বড় বোন শেখ আছিয়া খাতুনের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালন


প্রকাশের সময় : জুন ২৯, ২০২১, ১১:৩১ অপরাহ্ন / ২০৬
বঙ্গবন্ধু’র বড় বোন শেখ আছিয়া খাতুনের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালন

কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জঃ  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বড় ফুপু, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র মাতা, বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদ্য সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের দাদু শেখ আছিয়া খাতুনের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দেশ জুড়ে করোনা পরিস্থিতি বিবেচনায় বড় ধরনের কোন দোয়া মাহফিলের আয়োজন এবারও রাখা হয়নি। শেখ আছিয়া খাতুনের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত সোমবার (২৮ জুন) বনানীর চেয়ারম্যান বাড়ি রোডস্থ শেখ সেলিম এমপি’র নিজ বাড়িতে পবিত্র কোরআনের খতম সহ বনানী গোরস্থানে মরহুমার রুহের মাগফিরাত কামনায় পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি, নিকটতম আত্মীয়-স্বজন সহ এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী ইমরুল কায়েস, ড্রাইভার মোঃ জামিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।