• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহান ৭মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা নিবেদন


প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৩, ১:৩০ অপরাহ্ন / ৬৮
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহান ৭মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদলের নেতৃত্বে জেলা ও মহানগর নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান।

ঐতিহাসিক ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল বলেন, ৫২ এর ভাষা আন্দোলন ৫৪ যুক্তফ্রন্ট ৫৮ এর আইয়ুব বিরোধী আন্দোলন ৬৬ এর ৬;দফা আন্দোলন ৬৯ গণঅভ্যুত্থান ৭০ এর নির্বাচনে নিরঙ্কুশ জয় – প্রত্যেকটি বিষয়কে শক্তি হিসেবে নিয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চে ঐতিহাসিক যে ভাষণ দিয়েছিলেন তা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ।

২০১৭ সালের ৩০ শে অক্টোবর বঙ্গবন্ধুর সেই মহান ভাষণ ইউনেস্কোর ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। দেশবাসিকে জাগ্রত করার লক্ষ্যে নিপীড়িত জনতার মুক্তির লক্ষ্যে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে জাতি গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধুর ভাষণ অপরিসীম প্রভাব বিস্তার করে আপাময় বাঙালির মনে। বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণে নিঃসন্দেহে বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধে উজ্জীবিত করার মন্ত্র শক্তি হিসেবে কাজ করেছিল।

এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডঃ আবু জাফর চৌধুরী বিরু এবং সংরক্ষিত মহিলা আসন ( আসন নং ৩৩৭) সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলীসহ আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ আল সাঈফ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির বাবু, মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নুরুজ্জামান জিকু, সহ-সভাপতি হায়দার আলীসহ আরো অনেকে।