
নিজস্ব প্রতিবেদক,বগুড়াঃ বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে ঘরবাড়ি পুড়ে ছাই। শিশু সিয়াম ও মোস্তাকিন নামের দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল অনুমান ৫ টার সময় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভৃতবাড়ি বন্যা নিয়ন্ত্রন বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ভৃতবাড়ি গ্রামের লিটন মিয়া যমুনা নদীর ভাঙ্গনে ঘরবাড়ি হারিয়ে বন্যা নিয়ন্ত্রন বাধে আশ্রায় নিয়ে ছোট ছোট ঘর নির্মান করে বসবাস করে আসছে। লিটন মিয়া জীবিকার সন্ধানে টাঙ্গাইল জেলায় কাঠ মিস্ত্রির কাজ করেন। বাড়িতে পাঁচ বছরের শিশু সিয়াম ও চার বছরের শিশু পুত্র মোস্তাকিনকে নিয়ে স্ত্রী গোলাপী খাতুন বসবাস করে আসছেন।
শনিবার সন্ধ্যার দিকে গোলাপী খাতুন দুই শিশুকে ঘরে রেখে মাঠে থাকা ছাগল আনতে যান। এসময় বৈদ্যুতিক শট সার্কিট থেকে ঘরে আগুন মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয় এবং শিশু সিয়াম ও মোস্তাকিন মারা যায় । ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারিক জানান, লিটন মিয়ার বাড়িতে আগুন লাগার বিষয়টি ধুনট ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুনে পড়ে দুই শিশু সহ পুরোবাড়ি পুড়ে ছাই হয়েছে।
ধুনট ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম বলেন, আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করি। কিন্ত ধুনট সদর থেকে এলাকাটি প্রায় ১৫ কিলোমিটার দুরত্ব হওয়ায় আমরা পৌছার আগেই দুই শিশু সহ বাড়ির সব কিছু পড়ে ছাই হয়েছে। আগুনে পড়ে ঘরবাড়ি সহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :