
নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তীর, বিপিএম, পিপিএম সার্বিক দিক নির্দেশনায় ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহর নেতৃত্বে টিম ডিবি বগুড়া‘র মাদক বিরোধী অভিযানে ৭০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেলসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ১০ মার্চ বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন জনৈক মোঃ সিহাব, পিতা-মৃতঃ শফিকুল ইসলাম, সাং-শেখাহাতি এর বাড়ীর সামনে সোনাতলা হতে সারিয়াকান্দি গামী শেখাহাতি পাকা রাস্তার উপর হতে ৭০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ২টি মোটর সাইকেলসহ আসামী মোঃ তুহিন মিয়া (২৮) পিতা-মোঃ বাদশা তরফদার, সাং-চর হরিণা, থানা সারিয়াকান্দি, মোঃ শাকিল প্রামানিক (২৪) পিতা-মোঃ ফুলবাবু প্রামানিক, সাং-নুরপুর, ৩। মোঃ নজমাল হোসেন (২৪) পিতা-মোঃ লতিফ খাঁ, সাং-বারঘরিয়া, উভয় থানা সোনাতলা, সকলের জেলা বগুড়াগণকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সারিয়াকান্দি থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :