নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাঠদানের অনুমতিপ্রাপ্ত বন্যাপ্রবণ-পশ্চাৎপদ জনপদ ও নারী শিক্ষার বিশেষ কোটায় বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী মহিলা কলেজ এমপিওভূক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের সাত মাথায় প্রতিষ্ঠানের শিক্ষকসহ এলাকার শুভাকাঙ্খীরা এ মানববন্ধনের আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন গোসাইবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, অভিভাবক শাহজালাল, সাইদুল ইসলাম, শিক্ষক মাহবুবুর রহমান, ভূপেন্দ্রনাথ শর্মা, অফিস সহকারি মনিরুল ইসলাম, এলাকার শুভাকাঙ্খী বেলাল হোসেন, বিদ্যুৎসাহী জিএম পারভেজ, আলতু মিয়া টুটু, মিলন মিয়াসহ প্রমুখ।
মানববন্ধবে বক্তারা বলেন, ২০০০ সালের ৩ আগস্ট যমুনা পাড়ের কৃতি সন্তান সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম এই কলেজের উদ্বোধন করেন। একই সাথে সাবেক এমপি প্রয়াত আব্দুল মান্নান ২০০৮ সালে এমপিও ভূক্তির প্রতিশ্রুতি দেন। কিন্তু দুঃখের বিষয় তাদের মৃত্যুর পর আজ অবদি কলেজ এমপিওভূক্তি হয়নি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি শিক্ষার্থীদের উপবৃত্তি চালু করেছেন। বছরের প্রথম দিনে সারাদেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমরা গোসাইবাড়ী মহিলা কলেজ এমপিওভূক্তি করার জোর দাবি জানাই।
আপনার মতামত লিখুন :