
নিজস্ব প্রতিবেদক,বগুড়াঃ বগুড়ায় র্যাবের অভিযানে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ মোঃ জাহিদ হাসান (২৩),নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতারকৃত ব্যক্তি, ঠাকুরগাঁও এর পীরগঞ্জ উপজেলার জগখা এলাকার মৃত মোবারক আলীর ছেলে মোঃ জাহিদ হাসান (২৩)।
র্যাব-১২, বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার পাঁচমাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল, ১টি মোবাইল, ২টি সীম ও নগদ ৬৫০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার গাবতলী মডেল থানায় পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :