• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

বগুড়ায় ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৩, ৯:০৯ অপরাহ্ন / ৮০
বগুড়ায় ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ বগুড়ার শহরতলীর ছিলিমপুর এস বিফিলিং স্টেশনের সামনে রোববার ঢাকা-টু-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর মাদক ও চোরা চালান বিরোধী অভিযান চালিয়ে ৩২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ ১  ব্যক্তিকে গ্রেফতার করেছে।

যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী মোঃ আবুসাঈদ (৩২), পিতা-মোঃ চশির উদ্দিন, সাং-সদরপুর, পোস্ট-মারডুবিরহাট, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর।

৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম, বিপিএম- সেবা এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার এ কে এম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আরিফ আলীর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) শরিফুজ্জামান ভূঁইয়া, এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আব্দুল লতিফ, এএসআই (নিঃ) মোঃ বাচ্চু মিয়ার সহায়তায় উক্ত অভিযানটি পরিচালিত হয়।

এ সংক্রান্তে বগুড়া সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।