সাংবাদিক প্রতিবেদক, বগুড়াঃ বগুড়ার দুপচাঁচিয়া থেকে সঞ্জয় কুমার দেবনাথ নামের এক ভূয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। পেশায় পল্লী চিকিৎসক হলেও ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা করতেন তিনি। গত রোববার রাতে দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক ওই ব্যক্তির নাম সঞ্জয় কুমার দেবনাথ। তিনি গাইবান্ধা সদর উপজেলার চকবারুল এলাকার সুকুমার কুমার দেবনাথের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী।
এসআই শাহজাহান আলী সরকারী সংবাদ কর্মীদের বলেন, রোববার রাতি অনুমান ৮টার দিকে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের তার পরিচয় পত্র দেখিয়ে নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট (৩৯তম বিসিএস) পরিচয় দিয়ে গাড়ী তল্লাশি শুরু করেন। এ-সময় সন্দেহ হলে তারা তাকে চ্যালেঞ্জ করেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয়পত্র ভূয়া বলে স্বীকার করে। পরে পুলিশ তাকে আটক করেন।
তিনি আরও বলেন, আটক সঞ্জয় পেশাদার প্রতারক। তার নামে এর আগেও দুইটি প্রতারণার মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :