
নিজস্ব প্রতিবেদক,বগুড়াঃ বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে ১০ (দশ) বোতল ফেন্সিডিলসহ মোঃ বাবু (৪৮) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে এপিবিএন বগুড়ার একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ বাবু (৪৮)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১০ (দশ) বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়ার শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :