• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা হেলপার নিহত


প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৩, ৯:১৩ অপরাহ্ন / ৬৫
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক,বগুড়াঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালু বোঝায় ট্রাক সড়কের পাশের গাছে ধাক্কা খায়। এতে ট্রাকরে হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক। বুধবার সকালে উপজেলার বশিপুর শখের পল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার রাফউিল্লাহ নওগাঁর মহাদবেপুর সবিরামপুর গ্রামরে ফয়জে উল্লাহর ছেলে। আহত চালকের নাম জাফর আলী।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক উজ্জ্বল মিয়া জানান, হেলপার রাফউিল্লাহর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বুধবার সকালে বশিপুর এলাকা থেকে বালু বোঝাই ঢাকা মেট্রো-ট-১৫-৬১১৩ নম্বরের ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিল। সান্তাহার শখের পল্লী এলাকায় পৌঁছালে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে । এতে চালক জাফর আলী ও হেলপার রাফউিল্লাহ গুরুতর আহত হন। তাদের নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানোর পর হেলপার রাফউিল্লাহ মারা যান।