
নিজস্ব প্রতিবেদক,বগুড়াঃ বগুড়ার শহরের তিনমাথা এলাকার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মিনার নিহত। বুধবার বিকাল অনুমান ৩টার দিকে শহরের তিনি মাথার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন শহরতলীর ছিলিমপুর এলাকার আব্দুল মজিদের ছেলে। মিনার পেশায় মটর গ্যারেজ শ্রমিক ছিলেন।
মিনারের প্রতিবেশী গোলাম রব্বানী জানান, বেলা তিনটার দিকে বগুড়া শহরতলীর তিনমাথা রেলগেট এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনের পাশ দিয়ে
হেঁটে যাচ্ছিলেন মিনার। এ সময় সান্তাহার থেকে বগুড়াগামী লোকাল ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হন মিনার। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মিনারের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে মর্গে রাখা হয়েছে। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন।
আপনার মতামত লিখুন :