• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন

বংশিকুন্ডা (দঃ)ইউনিয়ন বানবাসীর মাঝে যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন এর উদ্যোগে শুকনো খাবার বিতরণ


প্রকাশের সময় : জুন ২১, ২০২২, ১০:২৯ অপরাহ্ন / ১৩৪
বংশিকুন্ডা (দঃ)ইউনিয়ন বানবাসীর মাঝে যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন এর উদ্যোগে শুকনো খাবার বিতরণ

কুতুবউদ্দিন তালুকদারঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশিকুন্ডায় বন্যায় কবলিত বানবাসীদের বিভিন্ন গ্রামে ও আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করেছে। মঙ্গলবার সারাদিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন এর নিজ অর্থায়ানে এ বিতরণ করেন।

এরমধ্যে ৮০০ গ্রাম চিরা, ৫০০গ্রাম মুড়ি, ২৫০গ্রাম গুর, ৩০০জন কে ও শুধু ৫০০গ্রাম মুড়ি, ৬০০জনের হাতে তুলে দেন এসময় সাথে ছিলেন সজিব আহমেদ মধ্যনগর উপজেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাতীয় শ্রমিকলীগ সজিব আহমেদ, ইউনিয়ন ছাত্র লীগের সহ সভাপতি আতিকুর রহমান আতিক, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা প্রিন্স, জসিম রংচি, আমসর আলী আমানীপুর, আব্দুর রহিম আমানীপুর, শুক্কুর আলী আমানীপুর প্রমুখ।