মোঃ রাসেল সরকারঃ ইদানিং একদল ভূয়া কথিত নামধারী সাংবাদিক নিজেদের ফেসবুকে টিভি চ্যানেলের নাম ব্যবহার করে ও কিছু অনলাইন পোর্টাল নামে-বেনামে মাইক্রোফোন ও বোম কিনে নিজের ফেসবুকে চ্যানেলের নাম দিয়ে নেতাদের অফিসেও বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎকারের নামে ধান্দাবাজি ও নীরব চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে আর নেতারা টিভি চ্যানেল মনে করে সাক্ষাৎকার দিয়ে বোকা হয়ে টিভির সামনে বসে মাথায় হাত দিয়ে বসে রয়েছে এরকম শুনা যায়।কোনটা আসল আর কোনটা নকল বুঝা বড়ই মুস্কিল।
এই সকল ধাঁন্দাবাজ কথিত নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ না হলে প্রকৃত সাংবাদিকরা নিজেকে সাংবাদিক বলতে লজ্জাবোধ করবে বলে আমি মনে করি।
ইউপি নির্বাচন চলছে, প্রকৃত সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করার জন্য মাঠে কাজ করে যাচ্ছে আর নির্বাচন ইস্যু কেন্দ্র করে ভূয়া টিভির চ্যানেল নিয়ে প্রার্থীর বাড়ী ও অফিসে গিয়ে ধান্ধাবাজিতে লিপ্ত দেখা যায় এসব ভূয়া চ্যানেল কে বয়কট করা সকলেই কাম্য।
নিউজ আপডেট দেওয়া দুরের কথা দুই কলম লেখার যোগ্যতা রাখে না। আগে ভূয়া ও ধান্ধাবাজদের মুখোশ উম্মোচন করা সকল গণমাধ্যম কর্মীদের দায়িত্ব বলে আমি মনে করি।
আপনার মতামত লিখুন :